Model Test

Below is a computer generated random model test for BCS Preliminary Examination. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control. Each question has 36 seconds to answer.

1. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
2. জসীমউদ্‌দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদেন কত সালে?
3. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
4. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো-
5. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
6. প্রথম মহাকাব্য লিখেন কে?
7. বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
8. ব্যথার দান কি?
9. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
10. .বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?
11. নিচের কোনটি রূপতত্ত্বের আলোচনা নয়?
12. 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
13. হুমায়ূন আহমেদ এর নন্দিত নরকের প্রকাশকাল?
14. বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
15. ‘রাজপুত’ কোন শ্রেণীর শব্দ?
16. ’অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
17. অর্থী-র বিপরীত শব্দ
18. ‘Superstitions’ শব্দের অর্থ-
19.  ‘অনুকরণ করার ইচ্ছা’ এক কথায় কি হবে?
20.  'জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়' -কবিতাংশটি কার লেখা?
21. বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?
22. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
23. ‘নিমজ্জন’ নাটকটি লিখেছেন
24. 'বঙ্গভূমির প্রতি' কবিতাটি রচনা করেন_
25. যে সব বর্ণের উচ্চারণ বায়ু প্রধান ভাবে থাকে তাকে কি বলে?
26. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
27.  ‘পুষ্প’  এর সমার্থক শব্দ নয়-
28. বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে --
29. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
30. চর্যাপদের কত নম্বর পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে?
31. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি ?
32. মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্য কোনটি নাটক?
33. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন- কোন  ক্রিয়ার উদাহরণ?
34. সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয়
35. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
36. যক্ষা রোগের জীবাণু কে আবিস্কার করেন?
37. বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্নিকে শোষন করে ?
38. হীরক কোন মৌলের একটি বিশেষ রুপ?
39. অক্সিজেনের পারমাণবিক ওজন কত?
40. প্রবল জোয়ারের কারণ ,যখন -
41. পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে
42. তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি ? 
43. প্রজাতির সংখ্যার দিক দিয়ে সর্ববৃহৎ পর্বের একটি প্রাণী হলো_
44. মস্তিষ্কে রক্তক্ষরণকে কি রোগ বলে?
45. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
46. নিত্য ব্যবহার্য্য বহু এরোসোলের কৌটায় এখন লেখা থাকে সিএফসি বিহীন । সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক ?
47. ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান –
48. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
49. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নেমে গেলে কি বুঝতে হবে ?
50. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
51. মুজিবনগর অবস্থিত –
52.  বাংলাদেশের সর্বোচ্চ পর্বত 'বিজয়' -এর পূর্ণ নাম -
53. বাংলাদেশে সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড় হলো –
54. ADP কত বছর মেয়াদি?
55. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
56. .নিঝুম দ্বীপের আয়তন কত ?
57. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় ?
58.  বাংলার শেষ নবাব সিরাজ-উ-দ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
59. বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে-
60. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা -
61. .দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে ?
62. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
63. ‘আলোকিত মানুষ চাই’ – এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান ?
64. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে?
65. বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি?
66. বর্তমান পৌরসভার সংখ্যা
67.  বাংলাদেশের সর্ব পশিমের স্থান-
68. "অপরাজেয় বাংলা" এর স্থপতি -
69.  সাঙ্গু উপত্যকা কোথায়? 
70.  বাংলাদেশের সর্ব দক্ষিনের জেলা-
71. Day light savings বাংলাদেশে কার্যকর হয় কত সালে?
72. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
73. বাংলাদেশের সর্ব পশিমের থানা-
74. বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরষ্কার লাভ করেন?
75. বঙ্গভঙ্গের সময় ভারত এর গভর্নর জেনারেল কে ছিলেন?
76. বাংলা মাসের দিন শুরু হয়?
77. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -
78. বাংলাদেশের কয়টি জেলায় কোন রাষ্ট্রীয় বনভূমি নেই?
79. নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে?
80. পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?
81. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
82. বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
83. আন্তর্জাতিক সম্পর্কের সম্পর্কের শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বারিত হয়-
84. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
85. WTO এর সদর দপ্তর কোথায়?
86. নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে?
87. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
88. ভারতের আইনসভার নিম্ন কক্ষের নাম কি?
89. অংসান সূচী গৃহবন্দি হন কত সালে ?
90. পারস্য উপসাগরীয় তীরে অবস্থিত দেশগুলোর নাম কি?
91. .ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুস্থিত হয় ?
92.  আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন বিশিষ্ট-
93. ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি)’ অর্জনের জন্য কোন সন নির্ধারিত?
94. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
95. তাকলামাকান মরুভূমি কোন দেশে অবস্থিত?
96. মরনোত্তর নোবেল পেয়েছেন কতজন?
97. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
98. গোলান মালভূমি কোথায় অবস্থিত?
99. জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
100. সৌদি আরবের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে ?
101. ১০০ গজ লম্বা একটি সড়কের উভয় পাশে ১৫ ফুট অন্তর গাছ লাগাতে হলে কতটি চারার প্রয়োজন ?
102. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
103. দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুনফল 432 ,তবে বড় সংখ্যাটি কত?
104. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি?
105. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
106. If 3+3=99, 8+6=6436 Then 8+7=?
107. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ ও তাদের গ , সা , গু ৪ হলে ল,সা,গু কত ?
108. একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো । বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো । ঘড়িটির ক্রয়মূল্য কত ?
109. যদি 7a=3 এবং 3b=7 হয়, তাহলে a/b = ?
110. (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ?
111. সেট A ={x∈N : x^2 > 8, x^3 <30} হলে, x এর সঠিক মান কত?
112. √2/(√6+2) সমান-
113. ১ হেক্টর = কত একর?
114. ০.০৩, ০.১২, ০.৪৮, -- শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
115. একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হয় । ছাগলটির ক্রয়মূল্য কত ?
116. Do not make a noise while your father -
117. We would like to vote__ the liberal candidate.
118. Panacea means___?
119.  ''Out of date'' means-----
120. Find out the correct antonym of  the following word-- Picturesque
121. We waited unitl the plane ___.
122. The word ‘officialese’ means –
123. Identify one of the underlined words or phrases that must be changed in order for the sentence to be correct: "Joseph’s story" is "a" clinical portrayal of "man as an animal" trapped "by the fear" and hunger.
124. Antiseptic - synonym ?
125. Antonym of - PATCHY
126. I cannot accept your offer. - voice change
127. EXPLORE : DISCOVER
128. `Bootleg’ means to-
129. Embarrassed is to humiliated as frightened is to
130. Synonym of - ECSTATIC
131. correct spelling
132. Paradise Lost was written by___?
133. ‘The English’ means -
134. The grapes are now ...... enough to be picked.
135. Synonym of - VENT
136. Which of the following is a correct sentence?
137. Find the odd-man-out --
138. He hates ----- kept ------.
139. I have not heard from him__
140. ‘Hire a man’ means--
141. He rescued the child __ danger.
142. Choose the correct sentence
143. Antonym of - HAUGHTY
144. The correct passive form of "You must shut these doors" is:
145. \"I have a __ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal\"
146. The board of directors were not fooled by the manager's ___ arguments; his plan was obviously ___.
147. You can play with these kittens quite safely. - voice change
148. The second anniversary celebration of our college will be held on December,15. which of the following is the correct phrase for ‘will be held’?
149. Synonym of - CANDID
150. The word 'constraint' means
151. কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়?
152. সূর্যোদয়ের দেশ—
153. বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
154. জলভাগের পরিমাণ বেশি -
155. হিমপ্রাচীর কি ?
156.  সবচেয়ে বেশি ভূমিকম্প হয় –  
157. জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
158. ডয়েচল‍্যান্ড কোন দেশের পূর্বনাম?
159. কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকায় অন্যদেশে জমি ক্রয়ের চিন্তা করছে?
160. হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায় ?
161. কম্পিউটার সফটওয়ার বলতে কি বুঝানো হয়-
162. কোনটিকে মিডরেঞ্জ কম্পিউটার বলা হয় ?
163. The PCS-1900 band extends from----
164. বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম কি?
165. In most computer applications “F1” stands for?
166. ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়?
167.  http এর সংক্ষিপ্ত রুপ কোনটি?
168. Which one of the following is an extension of video file format in computers?
169. গুগলের জনক কে?
170. ১ ন্যানো সেকেন্ড = কত সেকেন্ড ?
171.  নীচের কোনটি ছাড়া Internet এ প্রবেশ করা সহজ না?
172. DB - a computer related abbreviation usually means?
173. Internet access by transmitting digital data over the wires of a local telephone network is provided by
174. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটি?
175. উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয় ?
176. আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল?
177. Write the number of the pair which is dissimilar to others in the following:
178. একটি শতাব্দি লিপিয়ার হয়, যখন তাকে ভাগ করা যায়-
179. মানুষই একমাত্র প্রাণী যে ------- ব্যবহার করে?
180. Retreat:Withdraw:: Fail:
181. আমি দক্ষিণ দিকে ৩ কিলোমিটার হাঁটার পর আমার বাম দিকে ঘুরে গেলাম এবং আরো ৫ কিলোমিটার হাঁটলাম। তারপর ডান দিকে ঘুরে আরো ৭ কিলোমিটার হাঁটলাম। অবশেসে আমি কোন দিকে হাঁটছিলাম?
182. If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes.
183. পরশুদিন যদি শুক্রবার হয়, তাহলে গতকাল কি বার ছিল?
184. ২ জন মহিলা এবং ২ জন পুরুষ কার্ড খেলছে। উনারা একটি টেবিলের উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম দিকে মুখ করে বসেছেন। কোন মহিলা পূর্ব দিকে মুখ করে বসেনি। মহিলা দুজন কোন কোন দিকে মুখ করে বসেছেন?
185. What is the number of the object which is different from the other objects in the following collection?
186. ললিত ৮ কি.মি. পূর্বদিকে গেল এবং দক্ষিনপশ্চিম দিকে ঘুরলো ও ৮ কি.মি. গেল। এরপর সে উত্তর পশ্চিম দিকে ঘুরে ৮কি. মি. গেল। এখন সে যাত্রা শুরুর স্থান থেকে কোন দিকে আছে?
187. সোনিয়া ১২ মিটার দক্ষিনে হেঁটেছিল, তারপর সে ১৪ মিটার হেঁটেছিল পূর্বদিকে। তারপর সে ১০ মিটার উত্তর দিকে হেঁটেছিল। তারপর ডানদিকে ঘুরল এবং ৬ মিটার হাঁটল। শুরু থেকে তার গন্তব্য স্থলের দূরত্ব কত?
188. It is impossible to imagine a contest without------------
189. The day that will come after three days after TOMORROW will be SATURDAY. What was the day two days before YESTERDAY?
190. A farmer had 17 hens.All but 9 died.How many live hens were left ?
191. কর্তব্য কিসের মধ্যে নিহিত থাকে?
192. কোন শাসন ব্যবস্থায় নাগরিকদের ইচ্ছার প্রতিফলন ঘটে?
193. সামাজিক মূল্যবোধ হল –
194. ব্যক্তিস্বাধীনতার বিরোধী কোনটি?
195. মূল্যবোধের বিকাশ শুরু হয়-
196. সুশাসনের পূর্বশর্ত--
197. সুশাসন ও মূল্যবোধের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান?
198. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যার দায়িত্ব-
199. বুভূক্ষ মানুষকে পাশে রেখে উন্নত খাবার গ্রহন করা হল-
200. দুর্নীতি ও স্বজনপ্রীতি উপেক্ষা করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী নিয়োগ দিয়েছ কতৃপক্ষ। কারণ সেখানে বিদ্যমান


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.


Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd