Model Test

Below is a computer generated random model test for BCS Preliminary Examination. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control. Each question has 36 seconds to answer.

1. ’লুঙ্গি’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত ?
2. অম্বর শব্দের অর্থ
3. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন-
4. ‘যাহারা এক মাতার গর্ভে জন্মিয়াছে’ কথাটি সংকোচন করা হলে কি হবে?
5. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মৌলিক রচনা?
6. উপকারীর অপকার করে যে-
7. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
8.  'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে' -এই চরণটি কার লেখা?
9. ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’-পঙক্তিটি কার?
10. ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?
11. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
12. বামেতর- শব্দটির অর্থ-
13. "ভারতবর্ষে ইতিহাসের ধারা" কার রচিত গ্রন্থ ?
14. বন এর প্রতিশব্দ নয় ?
15. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
16. সঁপা- শব্দটির ব্যুৎপত্তি নির্দেশ-
17. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?
18. হ্ম-এর বিশ্লিষ্ট রূপ-
19. কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
20. যত্ন না করলে রত্ন পাবে না" এটা কোন ধরণের বাক্য-
21. ‘বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে’।– এ মতের প্রবক্তা কে?
22. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
23. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো-
24. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
25. ঢাকার মুসলিম সাহিত্য সমাজ-এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?
26. বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে?
27. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?
28. ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ গানটির সুরকার কে?
29. ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’ -গানটির গীতিকার কে?
30. বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
31. ‘মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না’ --- কার কথা?
32. জাতির পতাকা আজ খাঁমচে ধরছে সেই পুরনো শকুন" এটা কার উক্তি-
33. নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
34. গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
35. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?
36. দুধ কে টক করে?
37. পানি বরফে পরিণত হলে কি ঘটবে ?   
38. Ca(OCI)CI দ্বারা বুঝায়
39. বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসসনাক্ত করেন কবে?
40. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম-
41. কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না?
42. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
43. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?
44. সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল –
45. পারমানবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহুত হয়
46. নাইট্রোজেন সমৃদ্ধ জৈবসার কোনটি?
47.  বায়ু দূষণের জন্য কোন গ্যাস দায়ী?
48. মোবাইল ফোনের জনক---?
49. মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
50. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার -
51. ১৯৭০ সালের পাকিস্তানের ১ম সাধারণ নির্বাচনে সর্বমোট ১৩ টি মহিলা সংরক্ষিত আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য কতটি মহিলা আসন সংরক্ষিত ছিল?
52. বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি?
53. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়?
54. লালন জাদুঘর কোথায় অবস্থিত?
55. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কতজন নারী অংশ নিয়েছিলেন?
56. বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
57. বঙ্গভঙ্গ কত সালে হয়েছে?
58. ‘হাতির ঝিল ‘ এর নকশার পরিকল্পনা করেন কে?  
59. বাংলেদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
60. বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল?
61. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
62. বাংলাদেশের জেলার সংখ্যা কত?
63. মিশুকের স্থপতি কে ?
64. প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা কত শতাংশ?
65. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
66. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
67. সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
68. বাণিজ্যিক ভিত্তিতে কোন নদী থেকে মাছের রেণু পোনা সরবরাহ করা হয়?
69. সংবিধানের কোন সংশোধনী চতুর্থ সংশোধনীর বিপরীত বলা হয়?
70. বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
71. বড় পুকুরিয়া কয়লা খনি আবিষ্কার হয় কোন সালে?
72.  বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড়ের চুড়ার নাম কি?  
73. বাংলাদেশের পতাকা প্রথম কে ঊত্তোলন করেন?
74. আলুটিলা কোথায় অবস্থিত??
75. ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে কি বার ছিল?
76. ধানসিঁড়ি নদীটি কোথায় অবস্থিত?
77. নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে?
78. গণপ্রজাতমএী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে ?
79. বাংলাদেশের জাতীয় পাখি‒
80. ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল-
81. কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত
82. BND কোন দেশের গোয়েন্দা সংস্থা?
83. কোন দেশটি মেমোগেট (Memogate) কেলেংকারীর সংগে যুক্ত ?
84. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
85. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি?
86. ইরাক কোন দেশের উপনিবেশ ছিল?
87. “ স্ট্যাচু অব পিস” কোথায় অবস্থিত?
88. মরনোত্তর নোবেল পেয়েছেন কতজন?
89. ঘানা-র মুদ্রার নাম
90. রুমানিয়ার রাজধানীর নাম কি?
91. কোন মহাদেশে সাপ কিংবা সাপ জাতীয় প্রাণী নেই?
92. গৌতম বুদ্ধ কোন নগরীতে জন্মগ্রহণ করেন?
93. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে?
94. বার্লিন দেয়াল ভাঙ্গা হয় কত সালে?
95. In which country first started 4G service ?
96. No-fly-zone কোন দেশে অবস্থিত?
97. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
98. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
99. IBRD এর সদর দপ্তর কোথায়?
100. গ্রিনিচ মান সময়ের সংগে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ?
101. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল হবে -
102. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?-
103. নিমোক্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষদ্রতম?
104. ১০০৮ এর কতটি ভাজক আছে?
105. .নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
106. বিক্রয়মূল্যের উপর শতকরা ২০% হারে মুনাফা -
107. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
108. a+1/a=3 হলa^3+1/(a^3)এর মান কত ?
109. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ ও তাদের গ , সা , গু ৪ হলে ল,সা,গু কত ?
110. যদি a2+1/a2=51হয় তবে a+1/a এর মান কত?
111. ১০ % হার মুনাফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা ?
112. একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
113. Succssive discountn of 20% and 15% are equal to a single discount of-
114. শূন্য সংখ্যার আদি ধারণা কাদের ?
115. বার্ষিক মুনাফার হার ১০% হলে কত বছরে X টাকা মুনাফা - আসলে দ্বিগুণ হবে?
116. I congratulate him ____ his bright result.
117. Sponge is to porous as rubber is to
118. Synonym of - EXTRICATE
119. I spent - -with the patient
120. Chose the right word to fill the blank : The proper functionof the press is surely to - the man in the street with facts.
121. ‘Blockbuster’ means:
122.  I heard the little boy-
123. What is The Synonym of Plethora?
124. Fill in the blanks He has assured me_______safety ?
125. Do not leave ___ I come.
126. Tomorrow is to Yesterday as Sunday is to--
127. \"Pass away\" means
128. There is --------- in one of front teeth.
129. Don't talk to him about politics because it's like _____ rag to a bull.
130. Select the correctly spelled out words
131. Who among the following writers is not a Nobel Laureate?
132. Ata ali walks as if he___ lame.
133. Correct spelling -
134. Antonym of - ERUDITE
135. Synonym of - LYNCH
136. \'The day of my sistet\'s marriage is drawing near---\'. The underlined word is a/an -
137. Antonym of - ACQUITTED
138. The right word to fill in the gap of the following sentence : Give her a telephone number to ring ____ she gets lost.
139. Antonym of - VIRTUE
140. Choose the appropriate alternative to complete the sentence. He had a _______ of fever.
141. what kind of noun 'emotion' is?
142. Synonym of - IRONIC
143. Salman said to me, "I have no time for you".
144. The car ran___a dog.
145. He was unreasonably angry___ me .
146. The hurricane caused________damage to the city.
147. Find the correctly spelt words.
148. Oar is to rowboat as foot is to
149. Window is to pane as book is to
150. relationship similar to "Harm:Damage" ?
151. "লাইন অব ডিমারকেশন" কোন দুটি দেশের মধ‍্যকার সীমারেখা?
152.  কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়?
153. কারাকোরাম পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ
154. সাইফুল মুল্লুক হ্রদ কোন দেশে অবস্থিত?
155. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
156. কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত?
157.  ভূঅভ্যন্তরে দ্রুত বিপুল পরিমাণ শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবী পৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় তাকে বলে –
158. কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমা রেখা।
159. চট্রগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে -
160. ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত ?
161. কম্পিউটার সফটওয়ার বলতে কি বুঝানো হয়-
162. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি ?
163. নিচের কোন ঘরে ঠিকানা টাইপ করলে কাদের কাঠে ই-মেইল কপি পাঠানো হয়েছে তা ই-মেইল গ্রহণকারী জানতে পারবে না?   
164. ১৯৪৯ সালে তৈরি হয়-
165. Which one of the following is the first calculating device?
166. What is the use of forms in HTML?
167. আমাদের দেশে প্রথম কত সালে কম্পিউটার আসে?
168. Twitter এর উদ্ভাবক কে?
169. কোনটি মৌলিক একক ?
170.  নীচের কোনটি ছাড়া Internet এ প্রবেশ করা সহজ না?
171. কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে?
172. ICT-এর বাংলায় নাম—
173. Windows is a (n) :
174. The instruction that tell the computer what to do and how to do are called-
175. In ________ Frequency Spectrum is divided into smaller spectra and is allocated to each user.
176. Of the four words below, three are alike in a certain way. Which is the one not like these three?
177. কোন অক্ষরটি October এ দুইবার November এ একবার আছে কিন্তু বছরের অন্য মাস গুলোতে নেই?
178. Which is dissimilar?
179. It is impossible to cook without ------------
180. If Sunday dawned three days before yesterday, what day will dawn two days after tomorrow?
181. পরিশীলনঃউৎকর্ষ ।। স্থবিরতাঃ
182. ১৯৯৪ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে-
183. ----------- ছাড়া বাজার হয়না
184. পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে কেন্দ্রের দিকে তাকিয়ে তাস খেলছে। মুকুন্দ রাজেশের বামদিকে। বিজয় হল অনল ও নাগেশের মাঝখানে এবং অনিলের ডানদিকে। কে তাহলে নাগেশের ডানদিকে বসে আছে?
185. ২০ কি. মি. উত্তরে হাঁটার পর একজন খামখেয়ালী ব্যক্তি ডান দিকে ঘুরে ৩০ কি. মি. হাঁটলো। এরপর ডানদিকে ঘুরে ৩৫ কি. মি. হাঁটলো এরপর সে তার বাঁ দিকে ঘুরে ১৫ কি. মি. হাঁটলো। যাত্রা শুরুর স্থান থেকে সে কতদূরে ও কোনদিকে আছে?
186. আমি দক্ষিণ দিকে ৩ কিলোমিটার হাঁটার পর আমার বাম দিকে ঘুরে গেলাম এবং আরো ৫ কিলোমিটার হাঁটলাম। তারপর ডান দিকে ঘুরে আরো ৭ কিলোমিটার হাঁটলাম। অবশেসে আমি কোন দিকে হাঁটছিলাম?
187. প্রাসাদঃ মানব ।। নীড়ঃ
188. মহিলাটির একাধিক শাড়ী পছন্দ হয়েছিল। সেজন্য তিনি ----- হয়েছিলেন
189. Cloud:Rain:: Vapour:
190. কবির পূর্বদিকে মুখ করে ছিল। সে তার ডান দিকে ৪৫ ডিগ্রী কোণে ঘুরে দাড়ালো এবং ১৫ মিটার হাঁটলো। তারপর ১৮০ ডিগ্রী কোণে ঘুরে দাঁড়ালো এবং ৪০ মিটার হাঁটলো। যাত্রা শুরুর স্থান থেকে কবিরের বর্তমান অবস্থান কোন দিকে?
191. সুশাসনের ধারনাটি জনপ্রিয়িতা লাভ করে-
192. সন্ত্রাসবাদ কিসের অন্তরায় হিসেবে কাজ করে?
193. বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে-
194. সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় কোনটি?
195. ইভটিজিং এক ধরনের-
196. জাতিসংঘের মতে, সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য কি?
197. লালফিতার দৌরাত্মের ফলে ব্যাহত হয় -
198. মূল্যবোধ বিষয়টি বিশ্লেষণ করলে পাওয়া যায়-
199. মূল্যবোধ (Values) কী?
200. জাতীয় ঐক্যমত্য স্থাপনে মুখ্য ভূমিকা পালন করে কে?


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.


Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd