Model Test

Below is a computer generated random model test for BCS Preliminary Examination. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control. Each question has 36 seconds to answer.

1.  'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও'- পংক্তিটি কোন কবির লেখা?
2. বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার?
3. সঞ্চিতা- কোন কবির কাব্য সংকলন?
4. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন?
5. 'গাজী মিয়াঁর বস্তানী ' কি ধরনের রচনা ?
6. কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি?
7. ‘পুস্তিকা’ কী অর্থে ব্যবহৃত হয় ?
8. Anatomy শব্দের অর্থ-
9. .জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
10. ১/৪ এর সংখ্যাবাচক শব্দ নয়-
11. মহুয়া' পালাটির রচয়িতা কে?
12. কাকে কবি কন্ঠহার বলা হয়?
13. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
14. অর্থবিচারে তুরঙ্গম কোন ধরনের শব্দ?
15. সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথায়। এ বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরন?
16. কাহ্নপা কয়টি পদ রচনা করেন?
17. অর্নব এর প্রতিশব্দ-
18. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
19. ‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
20. ‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’- পঙ্ক্তিটির রচয়িতা কে?
21. পদাশ্রিত নির্দেশকের অপর নাম-
22. ‘অক্টোপাস’ উপন্যাস কার রচনা?
23.  ঘটনাটি শুনে রাখ- বাক্যের যৌগিক ক্রিয়াটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
24. ক্রিয়া, সর্বনাম, ও অনুসর্গের পূর্ণরুপ ব্যবহৃত হয়
25.  যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না তাকে কোন ক্রিয়া বলে?
26. কাঁচকলা- কোন সমাসভুক্ত?
27. যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই, তাদের কি বলে?
28. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’-গ্রন্থটি লেখক কে?
29.  দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন?
30.  ‘পুষ্প’  এর সমার্থক শব্দ নয়-
31. যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কী হবে?
32. চর্যাপদ’ কোন ধরণের ধর্মাবলম্বীদের সাহিত্য?
33. ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি ভুল?
34. ‘পরের মাসদেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সবই বিক্রির মিথ্যা দেনার খতে।’ পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ?
35. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
36. প্লেগ রোগের কারণ কোন ব্যাকটেরিয়া ?
37. প্রোটিন ফ‍্যাক্টরী বলা হয় কোনটিকে?
38. কোনটি কন্দাল কাণ্ড?
39. আদিকোষ কোনটি?
40. অপটিক্যাল ফাইবারে আলোর কোট ঘটনাটি ঘটে ?
41. Rainbow does not consist of which colour?
42. বাতাসে মিথেনের পরিমান কত ?
43. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?
44. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
45. আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে কী?
46. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -
47. .জারন বিক্রিয়ায় ঘটে -
48. মাছির পা কয়টি_____?
49. পারমানবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহুত হয়
50. যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশ দূষিত করে ? 
51. বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুমোদন করা হয় –
52. বাংলাদেশের রাজধানী ঢাকা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
53. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের নাট্যকার কে?
54. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
55. কোন জেলায় রেলপথ নেই?
56. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
57. আদিনাথ মন্দির কোথায় অবস্থিত?
58. স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে?
59. বাংলাপিডিয়া প্রকাশ করে কারা?
60. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
61. ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধে‍্য নিরুপিত সীমারেখা —
62. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় ?
63. রবীন্দ্রনাথ কয়বার ঢাকায় এসেছিলেন?
64. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অনস্থিত?
65. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
66. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ?
67.  বাংলাদেশে ঘুর্নিঝড় মহাসেন আঘাত হানে-
68. A 'CBA' represents?
69. জাতীয় পতাকা দিবস কবে?
70. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত?
71. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত হয়েছেন কত জন?
72. শাসন বিভাগের সমালোচক কে?
73. বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়্যারম্যান কে ছিলেন?
74. ১৯৭০ সালের পাকিস্তানের ১ম সাধারণ নির্বাচনে সর্বমোট ১৩ টি মহিলা সংরক্ষিত আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য কতটি মহিলা আসন সংরক্ষিত ছিল?
75. বাংলাদেশে প্রতি ১১ সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে?
76. বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
77. BINA এর সদর দপ্তর কোথায়?
78. বাংলাদেশের উষ্ণ ও শীতল মাস যথাক্রমে-
79. পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় কোন নদীকে?
80. বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথম বারের মতো কোন প্রাণীর ‘জিনগত নকশা’ উন্মোচন করেছেন?
81. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
82. IDA এর সদর দপ্তর কোথায়?
83. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত ?
84. ICC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
85. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
86. For which of the following disciplines Nobel Prize is awarded ?
87. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ?
88. ক্যাটালন কোন দেশের ভাষা?
89. কোনটি ‘নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান’ সম্পর্কিত?
90. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
91. ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ছয় টি কার দখলে ??
92. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
93. সাউথ কমিশনের চেয়ারম্যান -
94. FIFA প্রতিষ্ঠিত হয় কবে ?
95. সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে?
96. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
97. অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি?
98. EURO is the currency of -
99. নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন সাক্ষরিত হয় -
100. এন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়?
101. a^4+4 এর উৎপাদক কী কী ?
102. ২৫ গ্রামের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ঃ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫ঃ১ হবে?
103. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
104. একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলর দৈরঘ্য যথাক্রমে 20m,21m এবং 29m হলে আর ক্ষেত্রফল কত?
105. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?
106. একটি পাত্রে ‍দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ -
107. ১^২+৩^২+৫^২+ ------ +৩১^২ = কত?
108. ৪০ সংখ্যাটি হতে ১১ কম । গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
109. ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়?
110. একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?
111. ১.১, .০১ ও .০০১১ -এর সমষ্টি কত?
112. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট । সংখ্যাটি কত?
113. সমাধান করুন : √(x – 1) + √(x – 6) / √ (x – 1) - √(x -6) = 5
114. x^3+ (x^2)*y, (x^2)*y+ x*(y^2) এর ল.সা.গু কোনটি ?
115. যদি x² = 16 তাহলে x = ??
116. The doctor advised the patient not to eat rice. - voice change
117. ভাই ভাই ঠাই ঠাই. - translation
118. Correct spelling
119. Antonym of - REPEL
120. Which is the noun of the word beautiful ?
121.  ‘’Cut to the quick’’ means--
122. translation of - রাণী ছবি আঁকে-
123. METAPHOR : SYMBOL
124. Which of the following words can be used as a verb?
125. My uncle decided to take -- and my sister to the market.
126.  Find out the correct antonym of  the following word- 'Propel'
127. The word ‘officialese’ means –
128. One who is unable to read or write?
129. Affirm : Hint ::
130. Antonym of - HOLLOW
131. CRUMB : BREAD
132. Salam hit ___________ an excellent idea.
133. The poem "Isle of Innisfree" is written by -
134. Synonym of - ABJECT
135. Chosse the correct meaning of the following words: Cul-de-sac
136.  _____ water of this pond is clear.
137. The telephone ...... several times before I answered it.
138.  I didn't find any difference with these two samples.
139. The word ‘diabetic’ is--
140. The synonym of  `Franchise’ -
141. Who of the following was both a poet and painter?
142. If I ___ you, I would never do it.
143. 'Out and out' means :
144. Who wrote the plays , \'The Tempest\' and \'The Mid Summer Night\'s Dream?
145. I have not heard from him__
146. Synonym of - WARY
147. Which is correct spelling ?
148. Identify one of the underlined words or phrases that must be changed in order for the sentence to be correct: "Joseph’s story" is "a" clinical portrayal of "man as an animal" trapped "by the fear" and hunger.
149. The murder of brother ?
150. I congratulate him ____ his bright result.
151. ভূমিকম্পের দেশ বলা হয় –
152.  মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?
153.  দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনু্যায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?
154. দক্ষিণ সুদান এর রাজধানী কোনটি?
155. বিরিশিরি কোথায় অবস্থিত?
156. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
157.  ভূঅভ্যন্তরে দ্রুত বিপুল পরিমাণ শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবী পৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় তাকে বলে –
158. হিমালয়, আল্পস, ইউরোপ কোন ধরনের পর্বত?
159. ‘দুই পর্বতের মধ্যবর্তী সমতল ভূমি’-
160. চট্রগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে -
161. MS EXCEL is a -
162. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ?
163. The PCS-1900 band extends from----
164. নিচের কোন ঘরে ঠিকানা টাইপ করলে কাদের কাঠে ই-মেইল কপি পাঠানো হয়েছে তা ই-মেইল গ্রহণকারী জানতে পারবে না?   
165. In ________ Frequency Spectrum is divided into smaller spectra and is allocated to each user.
166. ICT-এর পূর্ণ নাম—
167. কোনটিকে মিডরেঞ্জ কম্পিউটার বলা হয় ?
168. কোন প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে ?
169. পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
170. উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয়-
171. For which purpose is MS Outlook used?
172.  IPV4 address is:
173. When you boot a computer you are -
174. Which one of the following is not an application layer protocol used in internet?
175. Elaboration of VIRUS in computer context-
176. যে গুনের কারনে মানুষ অন্যান্য জীব হতে আলাদা-
177. কাজল দক্ষিণ দিকে হাঁটা শুরু করে ৫ মিটার হেঁটে তাঁর ডান দিকে ঘুরে গেলো এবং আরো ১৫ মিটার হাঁটলো। তাঁর পর বাম দিকে ঘুরে সে থেমে গেলো। যাত্রাস্থান থেকে কাজলের বর্তমান অবস্থান কোন দিকে?
178. মহিলাটির একাধিক শাড়ী পছন্দ হয়েছিল। সেজন্য তিনি ----- হয়েছিলেন
179. ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বেরুনোর সময় সূর্য আপনার সামনে। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?
180. A, B, C, D এই চারজন কার্ড খেলছে। A এবং B এক দলে খেলছে। D দক্ষিণ দিকে মুখ করে আছে। যদি A পশ্চিম দিকে মুখ করে থাকত তাহলে উত্তর দিকে মুখ করে কে বসে আছে?
181. In a bright sunny afternoon, you are walking towards the east. You ask one to show you the post office. He said, “Go straight ahead, you will find an intersection. Go about a mile to the left and you will find a school to your left. The post office is exactly behind it. ” What direction is the school from the point you are standing at?
182. It is impossible to cook without ------------
183. কোনটি আলাদা?
184. If Sunday dawned three days before yesterday, what day will dawn two days after tomorrow?
185. মনীষাঃবুদ্ধি ঃঃ বিদ্যুৎঃ
186. Building : Inaguaration :: Ship:
187. Find the odd-man out.
188. আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি?  
189. If the 13th of the month falls on the day preceding Wednesday, on what day will the 4th of the month fall?
190. একটি শতাব্দি লিপিয়ার হয়, যখন তাকে ভাগ করা যায়-
191. ন্যায়বিচার প্রতিষ্ঠা যে বিভাগের কাজ-
192. সুশাসন কি ধরনের শাসন ব্যবস্থা?
193. কল্যানমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত কোনটি?
194. মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
195. জাতীয় উন্নয়নের মূলধন কোনটি?
196. সংসদীয় গনতন্ত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে?
197. জনগনের অধিকার রক্ষার রক্ষাকবচ -
198. সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলো কিসের উপর নির্ভরশীল?
199. মূল্যবোধ পরিবর্তিত হয়-
200. ভারত ও চীনের মূল্যবোধে পরিলক্ষিত হয়-


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.


Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd