Model Test

Below is a computer generated random model test for BCS Preliminary Examination. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control. Each question has 36 seconds to answer.

1. কোন জাতীয় শব্দের বানানে মূর্ধন্য ‘ণ’ ব্যবহূত হয়?
2. .\'জনৈক\' শব্দটির সন্ধি-বিচ্ছেদ-
3.  আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হত না- বাক্যটি কোন ভাবের ক্রিয়া?
4. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
5. Transparency- শব্দের বাংলা পরিভাষা হল
6. ‘সহোদর’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে নীচের কোন শব্দ?
7. দুধেভাতে উৎপাত- গল্পগ্রন্থের রচয়িতা-
8. বাংলা একাডেমী থেকে প্রকাশিত "প্রমিত বাংলা বানান অভিধান " আর সম্পাদনা করেন -
9.  ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী-
10. কবর কবিতায় কতটি চরণ আছে?
11. কোনটি শুদ্ধ শব্দ?
12. ব্যাকরণ মঞ্জরী-গ্রন্থটির লেখক কে?
13. চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি?
14.  কোন শব্দ ‘সিক্ত‘র বিপরীত?
15.  ‘যে অনবরত কাঁদছে’ সংকোচিত রূপ হল-
16. একটি ক্রিয়ার সংগঠন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াকে কোন ভাবের ক্রিয়া বলে?
17. মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
18. মাসিক মোহাম্মাদী কোন সালে প্রকাশিত হয় ?
19. বাংলা ভাষায় ব্যঞ্জণবর্ণ কয়টি?
20. আধুনিক বাংলা সাহিত্তের প্রথম কাব্য ও লেখক ?
21. টি, টা, খানা, খানি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়?
22. জীবিকার তাগিদে বর্মা মুল্লুকে গিয়েছিলেন কোন সাহিত্যিক ?
23.  ‘একবার মনে হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি- নদীবক্ষে ভাসমান পথিকের হৃদঝেয এই তথ্যের উদয় হইল? ফিরিয়া ফল কি-এ পৃথিবীতে কে কার? কার লেখা?
24. ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
25. কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশের জাতীয় কবি গসনা করা হয় কোন সনে ?
26. Subconscious - শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল-
27. লোকসাহিত্য কাকে বলে ?
28. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
29.  নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি’।
30. আমার স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন- কোন কবি বলেছেন?
31. আধার শব্দের অর্থ কি?
32. সুহৃদ কী ধরনের শব্দ?
33. শুদ্ধ বানান –
34. বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাস এর চরিত্র কণটি?
35. শুদ্ধ বানান কোনটি ?
36. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?
37. কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়
38. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়
39. চুম্বকে পরিণত করা যায় –
40. শব্দের তীক্ষ্ণতার একক হল?
41. ভূত্বকে বেশি পাওয়া যায়
42. কোন মৌলটি সবচেয়ে বেশী নিষ্ক্রিয়?
43. মানুষের / মানবদেহের প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা কত?
44. বস্তুর বেগ দ্বিগুণ হলে উহার-
45. কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?
46.  কোন কোন কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয়---
47. কত সালে নিউটন গতির সূত্র প্রদান করেন?
48. .কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
49. ভূ-ত্বকের গভীরতা প্রায়-
50. সুস্থ মানসিকতা বিকাশে কোনটি অপরিহার্য?
51. বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?
52. নিম্নলিখিত কোন আঞ্চলিক / আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
53.  ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’-এ গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে?
54. বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য কে ছিলেন?
55. ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে?
56. ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধে‍্য নিরুপিত সীমারেখা —
57. "গম্ভীরা" বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
58. কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়?
59. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
60. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
61. বাংলা একাডেমীর মূল ভবনের নাম কী ছিল?
62. সম্প্রতি আলোচিত ''অনুরাধাপুর'' কোথায় অবস্থিত?
63. "সংগ্রাম" এর চিত্রকর কে?
64. খিলগাও ফ্লাইওভারের পিলার সংখ্যা কতটি?
65. GSP এর পূর্ণরুপ কি?
66. বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায়?
67. হাজংদের অধিবাস কোথায় ?
68. প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা কত শতাংশ?
69. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
70. "Making of a Nation Bangladesh" গ্রন্থের রচয়িতা কে?
71. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল?
72. ১৯মে ২০১২ সালে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
73. একটি কাঁচা পাটের গাইটের ওজন
74.  বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?
75. ইউএনডিপি (UNDP) এর সর্বশেষ (২০১৩ ) প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
76. ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল কোন অঞ্চলে অবস্থিত?
77. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
78. বাংলাদেশের সিটি এলাকার ক্ষুদ্রতম প্রশাসনিক একক কি ?
79.  কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়?
80. মূঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি ?
81. সার্ক শীর্ষ সম্মেলনে যে বিষয়টি আলোচিত হতে পারে না
82. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
83. Which is the smallest country in the world?
84. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ?
85. ASEAN গঠিত হয় কত সালে?
86. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
87. জাপান পার্ল হারবার অক্রমন করে-
88. OPEC-এর সদর দপ্তর কোথায়?
89. কোনটি আধুনিক সমাজের ভিত্তি?
90. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
91. G-77 এর সদর দপ্তর কোথায়?
92. ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা ?
93. 'টলেমি' কে ছিলেন?
94. পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
95. স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ কে সর্বাধিক উন্নয়ন সাহায্য প্রদান করেছে কোন সংস্থা?
96. অক্টোবর বিপ্লব কোন দেশে হয়েছিল—
97. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ঠ্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
98. জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
99. পুলিতজার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট কে?
100. বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কী?
101. একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
102. ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
103. নকুল ১০ মিনিটে ৫০০ শব্দ এবং বকুল ১০ মিনিটে ৪০০ শব্দ টাইপ করতে পারে । দুজন একসাথে কাজ করে ৩৬০০ শব্দ টাইপ করতে মোট কত মিনিট সময় লাগবে ?
104. নিচের কোনটি বৃওের সমীকরণ ?
105. রহিম,করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15,6 এবং 10 দিনে।তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
106. x+y=7 এবং xy=10 হলে (x-y)^2 এর মান কত?
107. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ?
108. শূন্য সংখ্যার আদি ধারণা কাদের ?
109. দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্বেও ‍ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
110. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
111. মাঝি স্রোতের প্রতিকূলে 10 ঘণ্টায় 40 কিলোমিটার অতিক্রম করে । স্রোতের অনুকূলে ঐ পথ অতিক্রম করতে তার 5 ঘণ্টা সময় লাগে । নৌকা ও স্রোতের বেগ কত?
112. একটি গাড়ির বেগ 250মিটার/ মিনিট । প্রতি 10 কিলোমিটার অন্তর পুলিস-চেকপোস্টে 5 মিনিট সময় ব্যয় হয় । 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে?
113. একটি ছক্কার গুটি ছুড়ে মারলে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত?
114. ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন “আগামীকাল”। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
115. এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
116. The antonym of “Panic” is -
117.  What does ‘capital punishment’ mean---
118. Optimist is to cheerful as pessimist is to
119. Find out the antonym of 'Dexterity'?
120. When her schoolwork got to be too much, Pam had a tendency to ______, which always put her further behind.
121. What is the meaning of \'White Elephant\'?
122.  The meaning of the Idiom/Phrase: Iron will-
123. The idiom "A stitch in time saves nine" -- refers to the importance of -
124. Antonym of - STATIONARY
125.  Attach the CV ____ your application.
126. Where is the --- post office?
127. Which of the following words is misspelt?   
128. Racket :Tennis ::?
129. Synonym of - VENT
130. It ...... that Prashant will not be selected for the post
131. Antonym of - RUTHLESS
132. Antonym of - HAUGHTY
133.  You are requested to (take out) your shoes before entering. choose correct words-
134. Inept is the opposite of:
135.   Always look before you---.
136. The groom arrived at the community centre exactly ----- time.
137. Water is changed ___ vapour.
138. Synonym of - INFREQUENT
139. Which word is the determiner in the sentence "Will it take much time?" ?
140. What kind of man is quite the opposite type of “supercilious”?
141. What is the antonym of "Zeal"?
142.  ‘Apple of one’s eye’ means-
143. Synonym of - EXTRICATE
144. Do you have any trouble ___ English prepositions?
145. ‘Pediatric’ relates to the treatment of:
146.  Rabi comes to work _______car but I prefer to come __________foot.
147. Antonym of - DENSITY
148. Find the odd-man-out --
149. Which of the following school of litarary writings is connected with a medical theory?
150. Synonym of - INTIMIDATE
151. কোনটি দ্বীপ রাষ্ট্র নয়?
152. চট্রগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে -
153. বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি?
154. নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান দেশভুক্ত নয়?
155. ইউনেস্কো হেনিটেজ সাইট হিসেবে স্বীকৃত প্রাপ্ত নাজকা লাইন (Nazca Line) কোন দেশে অবস্থিত?
156. সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে-
157. বোলান গিরিপথ কোথায়?
158. বাজারের শহর বলা হয় কোন শহরকে?
159. নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
160. আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হবার কারন কি ?
161. Which one of the following is not an application layer protocol used in internet?
162. ইন্টারনেট ব্যবহারে শীষ দেশ কোনটা ?
163. ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়?
164. Computer software includes which of the following?
165. Windows is a (n) :
166. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ?
167. ROM এর পূর্ণ রুপ কি?
168. কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়—
169. Which one of the following devices is required to connect a computer to the internet?
170. আদমশুমারি , ভোটার তালিকা , ভূমি জরিপ ইত্যাদি কার্যে বিপুল পরিমান তথ্য ব্যবস্থাপনার জন্য কোন প্রোগ্রাম ব্যবহৃত হয় ?
171. কম্পিউটার আবিষ্কার করেন?
172. ডেটাবেস ব্যবহারে কী করা হয়?
173. Chips are made up of tiny parts/ switches known as
174.  WiMAX is mostly used for
175. How much storage in bits does a computer with a storage capacity of 256K contain?
176. আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তবে গতকালের আগের দিন কি বার ছিল?
177. মাতা পিতাকে শ্রদ্ধা করা আমাদের -----
178. Yard is to inch as quart is to
179. Which is dissimilar?
180. রাহুল দক্ষিণ দিকে মুখ করে ১৫ মাইল হাঁটলো এবং তারপর তার বাম দিকে ঘুরে আরো ১৫ মাইল হাঁটলে। যাত্রাস্থান থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত?
181. পৃথিবীঃসূর্য :: চাদঃ
182. আপনার দাদার ছেলের নাতির বাবার স্ত্রীর মা আপনার কি হয়?
183. ----------- ছাড়া ভালো ছাত্র হওয়া যায় না
184. যে গুনের কারনে মানুষ অন্যান্য জীব হতে আলাদা-
185. It is impossible to cook without ------------
186. --------- ছাড়া আধুনিক জীবন যাপন অসম্ভব
187. A মনে করতে চাইল তার কাকা তাদের দেখতে এসেছিল কোন মাসের ১৩ তারিখের পর, কিন্তু ১৮ তারিখের আগে, আবার B মনে করলো কাকা তাদের দেখতে এসেছিল ১৬ তারিখের পর কিন্তু ২০ তারিখের আগে। কত তারিখে কাকা A ও D এর সাথে দেখা করতে এসেছিল?
188. What is the number of the object which is different from the other objects in the following collection?
189. ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন  অবস্থায়
190. If 9th of the month falls two days after Friday, what day of the week will precede the 24th of the month?
191. গনতন্ত্রের প্রাণ কোনটি?
192. মূল্যবোধ বিষয়টি বিশ্লেষণ করলে পাওয়া যায়-
193. যে ধরনের বিষয় নাগরিকের গুনবিশেষ-
194. যে অধিকার লঙ্ঘিত হল রাষ্ট্রীয় শাস্তির বিধান নেই-
195. সুশাসন নিশ্চিত করার মূল দায়িত্ব কার?
196. ই-গভর্নেন্স এর মূল লক্ষ্য কী?
197. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
198. একজন আদর্শ নাগরিকের মধ্যে কী থাকা উচিত?
199. ছায়া সরকার বলা হয়-
200. আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি—


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.


Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd