Model Test

Below is a computer generated random model test for BCS Preliminary Examination. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control. Each question has 36 seconds to answer.

1.  ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুসারে কর্তা কত প্রকার?
2. ঝিকিমিকি করে সোনালী নদীর ঐখানে আমাদের পাতার কুটির কার রচনা?
3. দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার’ গানটির রচয়িতা কে?
4. বাংলা একাডেমীর আঞ্চলিক অভিধান- সম্পাদনা কে করেন?
5. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা য়েতা নয়?
6. আল মাহমুদের ‘পানকৌড়ির রক্ত’ কোন ধরনের রচনা?
7. রবীন্দ্রনাথের মৃত্যুশোক কাজী নজরুলের ইসলামের কোন রচনার মাধ্যমে প্রকাশ পায় ?
8.  ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে’- এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?
9.  বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ’ কোন কবির কবিতায় আছে?
10. "উপ" উপসর্গটি কোন শব্দে "ক্ষুদ্র" অর্থে ব্যবহৃত হয়েছে?
11. প্রকৃতি বলতে কি বেঝায়?
12. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
13.  রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্‌দীনকে ডি.লিট ডিগ্রি প্রদান করেন কত সালে?
14. কোন শব্দ যুগল সমার্থক নয়?
15.  সাধারন অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
16. 'মনমরা' কোন সমাস?
17. ‘যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পূঁজায় তারি আপনার দিতে চাই বলি।’ চরণটির রচয়িতা---
18. বুত্পত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো
19. ‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’- পঙ্ক্তিটির রচয়িতা কে?
20. ”মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি” । কবিতার এই অংশবিশেষের রচিয়তা -
21. পদাশ্রিত নির্দেশক সাধারণ পদের কোথায় বসে?
22. বাংলা একাডেমীর মাসিক পত্রিকার নাম কি?
23. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?
24. .নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?
25. Referendum শব্দটির বাংলা পারিভাষিক কি?
26. 'ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা..' গানটির রচয়িতা কে?
27. বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
28. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে-
29. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?
30. কবিকঙ্কন উপাধী ছিলো কার?
31. "উলু খাগড়া" বাগধারাটির সঠিক অর্থ কি ?
32. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?
33. সিকানদার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কী?
34. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
35. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
36. বায়ুমন্ডলের ওজোন স্তরের ওজোন গর্ত সম্পর্কে যে তথ্যটি সত্যি নয়-
37. টেলিভিশনে রঙ্গিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
38. রোধের একক
39. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
40. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
41. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -
42. প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি। কারণ_
43. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
44. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?
45. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒
46. রেক্টিফাইড স্পিরিট হল-
47. বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির কত সময়ের গড় অবস্থাকে আবহাওয়া বলে?
48. বারাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা -
49. কৃষি জমিতে প্রধানত চুন ব্ব্যবহার করা হয় -
50. ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়?
51. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
52. বাংলাদেশের প্রথম মহিলা এস.পি?
53. ১৯৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রথম ব্যাক্তি কে?
54. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -
55. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
56. কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
57. বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্না আছে?
58. কোনে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ?
59. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
60. বাংলাদেশের জাতীয় ফল কোনটি ?
61. বাংলাদেশের সর্ব পশিমের থানা-
62. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?
63. বিভাগ অনুসারে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে
64. বাংলাদেশ স্মরণকালের ভয়াবহ টর্নেডো আঘাত হানে –
65. বিখ্যাত চিত্রকর্ম "তিন কন্যা" এর চিত্রকর কে?
66. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্ট মর্যাদা লাভ করে?
67. বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
68. হালদা ভ‍্যালি কোথায় অবস্থিত?
69. বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?
70. নিম্নলিখিত কোন আঞ্চলিক / আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
71. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
72. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকার কত?
73. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World habitat day) পালিত হয়?
74. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
75. বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি?
76. বিকেএসপি কোথায় অবস্থিত?
77. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?
78. ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
79. .বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ?
80. বাংলাদেশের কয়টি জেলাতে আর্সেনিকের দূষণ রয়েছে?
81. In which country first started 4G service ?
82. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা – (২০১২)
83. ILO কত সালে জাতিসংঘের অন্তভুক্ত হয়?
84. আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
85. কোন দেশটি জি-২০(G-20) এর সদস্য নয় ?
86. League of Arab states(আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
87. চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত মাইল
88. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
89. 'বার্ডস অব আমেরিকা' এর লিখক কে ?
90. ম্যাকমোহন লাইন- কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
91.  আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
92. মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
93. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
94. অ্যামনেস্টি ইন্টার‌ন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়?
95. রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহন কারী আত্নঘাতী মহিলার নাম কি?
96. আফিম যুদ্ধ কোন রাষ্ট্রসেমূহের মধ্যে সংঘটিত হয়েছিল ?
97. UNICEF এর সদর দপ্তর কোথায়?
98. পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম-
99. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
100. পেট্রোনাস টাওয়ার কোথায় অবস্থিত?
101. Describe the following sequence in mathematical terms. 144, 72, 36, 18, 9
102. ১০০৮ এর কতটি ভাজক আছে?
103. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?
104. এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
105. (2+x)+3=3(x+2)হলে x এর সমান মান কত?
106. একটি বর্গক্ষেত্রের আয়তন ৪০০ বর্গফুট, তার একটি বাহু থেকে ২ গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার আয়তন_
107. যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
108. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে?
109. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
110. কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি থেকে ৭ বেশী হয় ?
111. For any x ≠ 0 and x ≠ 1, (x^2 + 4x – 5)/(x^2 – x) = ?
112. √169 is equal to -
113. মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কত পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?
114. x ও y মানের গড় 9 এবং z=12 হলে, x, y এবং z এর মানের গড় কত?
115. এক বাক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্ট ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত ?
116. I don’t think you will have any difficulty __ a driving license.
117. Select a word having opposite of - "DISREGARD"
118.  We opted _____ a reconciliation _____ the dispute.
119. .Choose the correctly spelt word:-
120. As the sun ___, I decided to go out.
121. Shaheen would never have taken the job if _ what great demand it would make on his time .
122. 'Razzmatazz' means:
123. relationship similar to "Harm:Damage" ?
124. Life is to death as pleasure is to ......
125. I wish i could ____ several languages.
126. "Riders to the sea" is -
127. In spite of my requests, he did not __.
128. Which one is the correct sentence?
129. He has gone to dog. সঠিক বঙ্গানুবাদ কোনটি?   
130. Accolade - synonym
131. Select the correctly spelt world
132. He came to Dhaka with a view to ___ a new place.
133. The antonym of the word "private " is—
134. AMICABLE
135. Choose the correct alternative to selected text Neither Mr. Karim nor his friend "are invited to speak at the seminar"
136. Being fat does not necessarily kill you, but it ---- the risk that you will suffer from nasty diseases.
137. "John isn't sure that the meeting will be held tomorrow." "But I _____."
138. Find out the antonym of 'Dexterity'?
139.  I didn't find any difference with these two samples.
140. The study of ancient societies -
141. 1971 was the year
142. EXPLORE : DISCOVER
143. The phrase ''Beggar Description'' means-----
144. Select the word that is spelled correctly? 
145. Synonym of 'procrastinate'__
146. Aesthetic - synonym ?
147.  correction - The small child does whatever his father (was done).
148. His evidence does not bear___ the charge.
149. ‘’At daggers drawn’’ means---
150. Honey is__sweet.
151. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
152. কোন দেশকে ধীবরের দেশ বলা হয়?
153. জোয়ার ভাটা হয়না কোন নদীতে?
154. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
155. বাংলাদেশের বৃহত্তম হাওর-  
156. লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত-
157. দক্ষিণ সুদান এর রাজধানী কোনটি?
158. ‘Greenland’ belongs to which country?
159. ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত?
160. বাংলাদেশে কাল বৈশাখী ঝড় কখন হয়?
161. কম্পিউটার ভাইরাস কি ?
162. বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম কি?
163. গাণিতিক ফল সংরক্ষনের জন্য নির্দিষ্ট থাকে -
164. কোনটি হার্ডওয়্যার ও এপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে?
165. The primary job of the operating systems of a computer is to-
166. The PCS-1900 band extends from----
167. একুশ শতকের ব্যবসায়-বাণিজ্যের সবরূপ হচ্ছে-
168. What is the use of forms in HTML?
169. কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে ?
170. কম্পিউটার আবিষ্কার করেন?
171. ‘OS’ computer abbreviation usually means?
172. In ________ Frequency Spectrum is divided into smaller spectra and is allocated to each user.
173. নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ?
174. DB - a computer related abbreviation usually means?
175. বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়?
176. It is impossible to imagine a flower without -----------
177. নীচের ৪টা শব্দের মধ্যে কেবল মাত্র একটি শব্দ অন্য ৩টা হতে পৃথক। পৃথক শব্দটা চিহ্নিত করুন।
178. ৮ বছর পূর্বে করিমের বয়স ১০ বছর পরের বয়সের ১/৩ ছিল । বর্তমান বয়স কত ?
179. ----------- ছাড়া ভালো ছাত্র হওয়া যায় না
180. পরিশীলনঃউৎকর্ষ ।। স্থবিরতাঃ
181. কোনটি ভূল??
182. If you count 1 to 100, how many 5s will you pass on the way?
183. A মনে করতে চাইল তার কাকা তাদের দেখতে এসেছিল কোন মাসের ১৩ তারিখের পর, কিন্তু ১৮ তারিখের আগে, আবার B মনে করলো কাকা তাদের দেখতে এসেছিল ১৬ তারিখের পর কিন্তু ২০ তারিখের আগে। কত তারিখে কাকা A ও D এর সাথে দেখা করতে এসেছিল?
184. আমার জন্মদিন হল আমার ভাইয়ের জন্মদিনের ৬৪ দিন পরে। আমার ভাইয়ের জন্মদিন যদি সোমবারে পড়ে, আমার জন্মদিন কি বারে হবে?
185. লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ৩, ১
186. The day that will come after three days after TOMORROW will be SATURDAY. What was the day two days before YESTERDAY?
187. A is west of B who is west of C. D is east of A. Which direction is D of C?
188. Cup is to coffee as bowl is to
189. --------- ছাড়া সেলাই করা অসম্ভব
190. প্রাসাদঃ মানব ।। নীড়ঃ
191. সন্ত্রাসবাদ কিসের অন্তরায় হিসেবে কাজ করে?
192. নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত ?
193. নিচের কোন দুটির লক্ষ্য ও আলোচ্যবিষয় একই-
194. সুশাসন ধারনাটির উদ্ভাবক সংস্থা কোনটি?
195. তরুন সম্প্রদায় মানসিকভবে অসুস্থ হলে নষ্ট হবে-
196. একজন আদর্শ নাগরিকের মধ্যে কী থাকা উচিত?
197. নিচের কোনটি কোন দেশের ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে?
198. যে অধিকার লঙ্ঘিত হল রাষ্ট্রীয় শাস্তির বিধান নেই-
199. স্বচ্ছতার ইংরেজী কি?
200. আইনের শাসনকে শক্তিশালী করে কোন মূল্যবোধ?


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.


Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd