Model Test

Below is a computer generated random model test for BCS Preliminary Examination. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control. Each question has 36 seconds to answer.

1. চলিত ভাষার বৈশিষ্ট্য নয়-
2. \'তৎসম\' শব্দের ব্যাবহার কোন্ রীতিতে বেশি হয়?
3.  ‘অনুকরণ করার ইচ্ছা’ এক কথায় কি হবে?
4. 'বচন' অর্থ কী?
5. বাংলা বানান রীতি সংস্কার সাধনে প্রথম কোন প্রতিষ্ঠান অগ্রণী ভুমিকা পালন করে ?
6. ভানুসিংহ ঠাকুর- কার ছদ্মনাম?
7. প্রমথ চৌধুরীর দেশের বাড়ি
8. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?
9. ‘কাবিলের বোন’ -গ্রন্থের কাব্যের রচয়িতা কে?
10.  এমন সুখের মরন কে মরতে পারে?- কোন কর্মের উদাহরণ?
11. কোনটি কাব্যগ্রন্থ?
12. "বড় প্রেম শুধু কাছে টানে না- দূরেও ঠেলিয়া দেয়" এটা কার উক্তি?
13. ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’ –এখানে ‘মাঝারে’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
14. কোন বাক্য অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই?
15. .বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?
16. ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
17. ‘রাজা যায় রাজা আসে’- কাব্যগ্রন্থের রচয়িতা-
18. ঢাকা প্রকাশ এর সম্পাদক কে ছিলেন?
19. নিচের কোনটিতে বিক্ষিপ্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
20. কোনটিতে সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ আছে?
21. ‘সন্ধ্যরাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
22. রামগরুড়ের ছানা- কথাটির অর্থ-
23. অর্নব এর প্রতিশব্দ-
24. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত
25.  কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
26. মাগন ঠাকুরের বিখ্যাত কাব্য কোনটি?
27. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
28. কোন শব্দ যুগল সমার্থক নয়?
29. বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে ?
30. 'আরেক ফাল্গুন' উপন্যাসের বিষয় কি?
31. জয় সুচনা করে এরূপ তিথি-
32.  লিঙ্গ কত প্রকার?
33. বৈরাগ্য সাধনে -----সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
34.  ‘গরীয়ান’ স্ত্রীলিঙ্গে কি হবে?
35. জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
36. যক্ষা রোগের জীবাণু কে আবিস্কার করেন?
37. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম-
38. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
39.  নিউক্লিয়াসের বাইরে যে প্রোটোপ্লাজম থাকে তাকে বলা হয়-
40. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ?
41. ফল পাকানোর জন্য দায়ী কী?
42. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
43. মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
44. এভারেস্ট পর্বতের উপর পানি ফুটতে শুরু করে--
45. গীনিচ মানমন্দির অবস্থিত
46. ভূমিকম্পের সময় তুমি বিছানায় শুয়ে থাকলে কী করবে?
47. ম্যালকোলজিতে নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয় ?
48. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
49. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?
50. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
51. বাংলাদেশের সর্ব পূর্বের থানা-
52. বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার কে?
53. দ্য ব্লাড টেলিগ্রাম(the blood telegram) গ্রন্থটির লেখক
54. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
55. আয়তনে কোনটি বড় বিভাগ ?
56. বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি?
57. বাংলাদেশে নিচের কোন স্থানটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন?
58.  ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’-এ গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে?
59. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
60. প্রাচীনকালে 'সমতট' বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?
61. ব্রিটিশ বনিকেদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-
62. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহর ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
63. চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ ?
64. বাংলাদেশের সাথে ভারত ও মায়নমারের সংযোগ রয়েছে কথোয়?
65. বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
66. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?  
67. ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
68. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
69. বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
70. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
71. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা -
72. বাংলাদেশের জাতীয় দিবস –
73. পরিবেশ রক্ষার কাজ করে কোনটি?
74.  সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারনকারী নদী
75. উপমহাদেশের প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়?
76. ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য-
77. বাংলাদেশের কোথায় প্রথম অর্গানিক চা চাষ শুরু হয়?
78. কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?
79. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
80. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কতজন নারী অংশ নিয়েছিলেন?
81. নিচের কোন দেশের মুদ্রা ফ্রাংক?
82. বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
83. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
84. আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
85. বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কী?
86. বাংলাদেশ জাতিসংঘ এর কততম সদস্য
87. নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে?
88. অস্ত্র রপ্তানীতে শীর্ষ দেশ?
89. WLO এর সদর দপ্তর কোথায়?
90. বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০% ?
91. প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা-ইব্রাহীম কোন সালে মাউন এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন ?
92. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
93. .কিরগিস্তানের রাজধানী কোথায় ?
94. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
95. কোন দুইজন দার্শনিক লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা জুগিয়েছিলেন?
96. কোন তারিখে \'আন্তর্জাতিক পরিবেস দিবস\' পালিত হয় ?
97. 'এশিয়া ওয়াচ' কর্তৃক সম্প্রতি উদ্‌ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ঠ special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
98. G-8 এর সদর দপ্তর কোথায়?
99. ভিয়েতনাম যুদ্ধ স্থায়ী ছিল
100. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?
101. একটি সাবানের আকার ৫ সে:মি:× ৪সে:মি:× ১.৫ সে:মি: হলে ৫৫ সে:মি: দৈর্ঘ্য, ৪৮ সে:মি:প্রস্থ এবং ৩০ সে:মি: উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে ?
102. ১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?
103. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ হলে শতকরা লাভের পরিমাণ কত ?
104. For any x ≠ 0 and x ≠ 1, (x^2 + 4x – 5)/(x^2 – x) = ?
105. টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে?
106. A number is increased 50% and the resulting number is decreased 50%. The final number is what percentage of the original number?
107. ১০০৮ এর কতটি ভাজক আছে?
108. ০.০৩, ০.১২, ০.৪৮, -- শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
109. If a man swims 4 miters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed ?
110. পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3 । চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5 । বর্তমানে পুত্রের বয়স কত?
111. যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় , তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় ?
112. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো হলো এবং প্রস্থ ১০% কমানো হলো। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
113. ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে । একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে ?
114. নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
115. .(4x^2-16) এবং 6x^2+24x+24 এর গসাগু-
116. The business has lost a lot of orders recently and is going through a ......... time.
117. The people who carray a coffin at a funeral are called-
118. He sat ___the fire with me.
119. Synonym of ‘apex’ is:
120. I cannot accept your offer. - voice change
121. In the 18th Century, the Mughal Empire begun to ......
122. What is the antonym of 'Queer'?
123. This cup is different ............ the others.
124. I know him.
125. The committee had an inquiry ________ the case.
126. translation of - রাণী ছবি আঁকে-
127. "Out post " পরিভাষা কোনটি?
128.  Which one is in abstract sense?
129. DIRGE : FUNERAL
130. Near the White House there is a famous landmark _____ the Washington Monument.
131. Select not similar word to given word: Viable
132. Chronic - synonym ?
133. The machine is difficult to build ...... easy to maintain.
134. Synonym of - MAYHEM
135.  BAD BLOOD means-----
136. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. EXCITE : CALM
137. Paradise Lost was written by___?
138. What is the adjective of ‘purify’?
139. Either he or his brothers ____ guilty.
140. Identify the correct Phrases and Clauses in the inverted comma..The boy "from the village" informed this.
141. The family____ divided in their opinions.
142. The thief tried to _________ all traces of _________ which could link him to the crime.
143. ‘In black and white’ means---  
144. SOUND : CACOPHONY
145. She reached the ______ of her career with her fourth novel, which won the Pulitzer Prize.
146. Choose the correct alternative: I don’t mind __ with the cooking but I am not going to was the dishes.
147. lubricant:friction
148.  Two and two ____ four.
149. The noun form of ‘lose’ is—
150. A green horn.
151. টর্নেডো শব্দটি এসেছে –  
152. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
153. 'বাতাসের শহর' বলা হয় -
154. লাভাগঠিত মালভূমি কোনটি ?
155. আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হবার কারন কি ?
156. কোনটি নদীমাতৃক সভ্যতা নয়?
157. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
158.  নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
159. লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত-
160. এর মধ্যে কোন দেশ ভারতীয় মহাসাগরে নয়?
161. If a finance manager wants to forecast sales over a five- year period using microcomputer, he would probadly use:
162. কোনটিকে মিডরেঞ্জ কম্পিউটার বলা হয় ?
163. ROM এর পূর্ণ রুপ কি?
164. উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয় ?
165. The main circuit board in a personal computer is called the
166. ১৯৭১ সালে তৈরি প্রথম মাইক্রোপ্রসেসরটি ছিল-
167. ‘মাইক্রোসফট এক্সেল’ একটি –
168. Which one of the following Operating Systems is not a multitasking operating system?
169. Which one of the following devices is required to connect a computer to the internet?
170. ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ সময়-
171. তথ্য প্রযুক্তি খাতের উননয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত ?
172. নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ?
173. কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইট = কত বাইট ?
174. In a computer, the Operating System manages-
175. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়-
176. Retreat:Withdraw:: Fail:
177. Which is dissimilar?
178. উধর্তন কর্মকর্তা এক সপ্তাহের জন্য বাইরে যাবেন বলে সালমানকে পরিকল্পনাটা ---- দিতে হবে?
179. Cloud:Rain:: Vapour:
180. আপনার বাবার বোনের বাবার নাতির বাবার মেয়ের ছেলে আপনার কি হয়
181. If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes.
182. কোনটি আলাদা?
183. ছবি দেখুন http://bcsprep.com/blog/wp-content/uploads/2013/12/shape.png
184. কোনটি ভূল??
185. It is impossible to cook without ------------
186. কবির পূর্বদিকে মুখ করে ছিল। সে তার ডান দিকে ৪৫ ডিগ্রী কোণে ঘুরে দাড়ালো এবং ১৫ মিটার হাঁটলো। তারপর ১৮০ ডিগ্রী কোণে ঘুরে দাঁড়ালো এবং ৪০ মিটার হাঁটলো। যাত্রা শুরুর স্থান থেকে কবিরের বর্তমান অবস্থান কোন দিকে?
187. আপনার দাদার ছেলের নাতির বাবার স্ত্রীর মা আপনার কি হয়?
188. মহিলাটির একাধিক শাড়ী পছন্দ হয়েছিল। সেজন্য তিনি ----- হয়েছিলেন
189. Of the four words below, three are alike in a certain way. Which is the one not like these three?
190. মনে করুন আপনি লটারীতে ১০লক্ষ টাকা জিতলেন। এখন আপনি কী করবেন
191. আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি—
192. মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে
193. কল্যানমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত কোনটি?
194. ন্যায়বিচার প্রতিষ্ঠা যে বিভাগের কাজ-
195. লালফিতার দৌরাত্ম অর্থ কি?
196. মূল্যবোধগুলো সমাজে কী হিসেবে ভূমিকা পালন করে?
197. আইন নিষ্প্রয়োজন হয়,যদি শাসক-
198. লালফিতার দৌরাত্মের ফলে ব্যাহত হয় -
199. ছায়া সরকার বলা হয়-
200. একদলীয় ব্যবস্থা গণতন্ত্র বিরোধী। কেননা এখানে মেনে নিতে হয়—


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.


Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd