Model Test

Below is a computer generated random model test for BCS Preliminary Examination. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control. Each question has 36 seconds to answer.

1. "হুতুম পেঁচা" কার ছদ্মনাম?
2. কোনটি শামসুর রাহমানের রচনা?
3. 'কাঁচামিঠা' এর সঠিক ব্যাসবাক্য
4. ব্যাকের তিন টি গুণ কী কী?
5. ভাববাচ্যের উদাহরণ কেনটি?
6.  ‘জন্মই আমার আজন্ম পাপ’-উক্তিটি কার?
7. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?
8. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
9.  ‘পুষ্প’  এর সমার্থক শব্দ নয়-
10. ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্ল্যাসিক মর্যাদা লাভ করেছে?
11. হুলিয়া কার লেখা ?
12. তাম্বুলখানা গ্রামে কে জন্মগ্রহণ করেন?
13. নিচের কোনটি দেশী শব্দ নয় ?
14. ‘যা আঘাত পায়নি’ -বাক্যের এক শব্দে প্রকাশ রূপ কি?
15. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?
16. "নাগরিক কবি" কার উপাধি?
17. রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক -
18. জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। হতমানে অপমানে নয়, সুখ সম্মানে রচয়িতা?
19. 'সুনন্দ' কার ছদ্মনাম ছিল?
20. ‘আবে-হায়াত’ গ্রন্থের রচয়িতা-
21. বাংলা ও মৈথালী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কী?
22. কোনটি সাধিত শব্দ নয় ?
23. 'শিখা' পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ?
24. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়?
25. ’অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
26. অগ্নি এর সমার্থক নয় –
27. মুন্ডারি ভাষার শব্দ কোনটি?
28.  ‘সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নেই’। কবিতাংশটির রচয়িতা কে?
29. 'আমি কিংবদন্তির কথা বলছি’-এর রচয়িতা কে?
30.  ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’ কবিতাংশটুকু কোন কবির লেখা?
31. বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে?
32. ‘খুব এক ঘুম ঘুমিয়েছি’-এটি কোন কর্ম?
33. মর্সিয়া কি ?
34. নিচের কোনটি আলাদা?
35. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
36. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
37. তাপ এর একক -
38. বৈদ্যুতিক চুম্বক কোন ধরনের লোহা দিয়ে তৈরি করা হয়?
39. সাবান তৈরির প্রধান উপাদান কি?
40. সবচেয়ে ব্যবহৃত ধাতু--?
41. কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
42. মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কতো?
43. উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
44. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ?
45. নিচের কোন গ্যাসটি বায়ুমন্ডলের গ্রীনহাউজ প্রভাবের জন্য দায়ী ?
46. সূর্যের কোন মৌলিক উপাদান সবচেয়ে বেশি?
47. সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
48. আমাদের পরিপাকতন্তের কথা প্রথম কে জানান?
49. ফিউশন প্রক্রিয়ায়-
50. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়-
51. জনাব এফ,আর,খান বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন?
52. দেশের প্রথম কালাজ্বর হাসপাতাল কোথায় অবস্থিত?
53. .দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে ?
54. নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে?
55. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
56. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মান কারখানা কোথায় অবস্থিত?
57. চলন বিল কোথায় আবস্থিত?
58. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
59. বাংলাদেশর মত্স আইনে কত সে.মি কত দৈর্ঘ্যর রুই মাছের পোনা মারা নিষেদ?
60. ধানসিঁড়ি নদীটি কোথায় অবস্থিত?
61. SPARRSO কত সালে প্রতিষ্ঠিত হয়?
62. ১৯৫২ সালের তত্কালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
63. বাংলাদেশের কোথায় সুরমা অও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে ?
64. সরকারী তিতুমীর কলেজের নাম বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত কি নামে পরিচিত ছিল?
65. বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়্যারম্যান কে ছিলেন?
66. ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ সংবিদানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
67. বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন?
68. মেঘনা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
69.  মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে?  
70.  বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়?
71. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?
72. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী কে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে?
73. খিলগাও ফ্লাইওভারের পিলার সংখ্যা কতটি?
74. বাঘা মসজিদ কোথায় অবস্থিত?
75. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
76. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
77. পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় কোন নদীকে?
78. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত হয়েছেন কত জন?
79. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
80. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
81. In which country first started 4G service ?
82. বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কী?
83. Gate of Heavenly কোথায় অবস্থিত?
84. পৃথিবীর বৃহত্তম লবনাক্ত হ্রদের নাম কি?
85. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
86. জাপানের পূর্বনাম কি?
87. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
88. নাগার্নো-কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
89. এনজাইম আবিস্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
90. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় -
91. RAW কোন দেশের গোয়েন্দা সংস্থা?
92. CIRDAP এর সদর দপ্তর কোথায়?
93. বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
94. Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?
95. ২০১২ সালে কার্বন কর চালু করে
96.  ‘লৌহ মানব’ হিসেবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধান মন্ত্রী মারগারেট থ্যাচার মৃত্যুবরণ করেন কোন তারিখে?
97. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
98. গোবি মরূভূমি কোন মহাদেশে অবস্থিত?
99. IFC এর সদর দপ্তর কোথায়?
100. পূর্ব তিমুরের রাজধানী কোথায় ?
101. A number is increased 50% and the resulting number is decreased 50%. The final number is what percentage of the original number?
102. একটি পাত্রে ‍দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ -
103. .যদি a+b=2,ab=1হয় তবে aএবং b এর মান কত?
104. ৪০ টি দ্রব্যের বিক্রয়মূল্য ৫০ টি দ্রব্যের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কিংবা ক্ষতির পরিমাণ কত?
105. কোন ভগ্নাংশটি বৃহত্তম?
106. .loga (m/n)=কত ?
107. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১, দুধের পরিমান যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?
108. কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
109. বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
110. ৩/২ এর শতকরা কত হবে?
111. (a^2+b^2-c^2+2ab)/(a^2-b^2+c^2+2ac)= কত
112. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
113. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৬ সেমি এবং লম্ব ৮ সেমি হলে অত্রিভুজের দৈর্ঘ্য কত ?
114. শার্ট এবং প্যান্টের মুল্য একত্রে 850 টাকা । শার্টের মুল্য 12% এবং প্যান্টের মুল্য 5% বৃদ্ধি পেলে ঐ শার্ট এবং প্যান্ট ক্রয় করতে মোট 934.50 টাকা লাগবে । শার্ট এবং প্যান্টের মুল্য পৃথকভাবে কত টাকা?
115. 3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান-
116. 'An early bird' means-
117. The synonym for \'Obdurate\'-
118. Choose the correct tense:
119. Few could have ___ the ___ results of our season; we won seven games and lost only two.
120. Stove : Kitchen ::
121. ‘Succumb’ means –
122. Synonym of - RECKLESS -
123. Can you tell me where ________?
124.  My father said, "All that glitters is not gold".
125. Catching the earlier train will give us the -- to do some shopping.
126. The antonym of ”belligerent” is—-   
127. Correation: I would rather do the work yesterday.
128.   ______honesty of Rahim is enviable.   
129. Very often:Seldom:: Frequently
130. Synonym of - Manipulate ?
131. Which of the following sentences is correct?
132. The bad news struck him like a bolt from the__
133. Which of the following sentences is correct?
134. Find out the correct synonym of  the following word--Reciprocal    
135. 'Minstrel' means
136. Where is the --- post office?
137. Feed the baby ______ milk. (appropriate preposition)
138. Similar relationship expressed in the pair: Conscious- Careless
139. When her schoolwork got to be too much, Pam had a tendency to ______, which always put her further behind.
140. Synonym of - Titillate
141. Far Cry - means
142. Synonym of - RANT
143. Choose the word or phrase that best fill the blank space to complete the sentences: All of the people at the NAM conference are ___ .
144.  Would you mind ____ the window?
145. correct spelling -
146. Rubber is notable for its _.
147. He yearns ...... true friendship ?
148. Commence - synonym ?
149. Choose the correct sentence
150. I am in the process of collecting "material" for my story. The quoted word is --
151. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
152. মৌসুমি বায়ু সৃষ্টির মূল কারণ কি ?
153.  আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত?
154. বেরিং প্রণালী কাদের কে সংযুক্ত করেছে?
155. ডয়েচল‍্যান্ড কোন দেশের পূর্বনাম?
156. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ?
157.  প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
158. উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
159. বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
160. ইসরাইল কোন দেশের উপনিবেশ ছিল?
161. Which one of the following tools is used in Business intelligence?
162.  Which is the best description of sell-side e-commerce?
163. For which purpose is MS Outlook used?
164. কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে ?
165. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটি?
166. The Amazon site belongs in which category of website?
167. উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয় ?
168. In most computer applications “F1” stands for?
169. তথ্য প্রযুক্তি খাতের উননয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত ?
170. কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়—
171. কম্পিউটার সফটওয়ার বলতে কি বুঝানো হয়-
172. কোনটি মৌলিক একক ?
173. পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
174. মডেম এর মধ্যে যা থাকে তা হলো –
175. DB - a computer related abbreviation usually means?
176. পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে কেন্দ্রের দিকে তাকিয়ে তাস খেলছে। মুকুন্দ রাজেশের বামদিকে। বিজয় হল অনল ও নাগেশের মাঝখানে এবং অনিলের ডানদিকে। কে তাহলে নাগেশের ডানদিকে বসে আছে?
177. Of the four words below, three are alike in a certain way. Which is the one not like these three?
178. মনীষাঃবুদ্ধি ঃঃ বিদ্যুৎঃ
179. If Tuesday dawned on the day three days preceding day before yesterday, what day will dawn 2 days after tomorrow?
180. কোনটি ভূল??
181. If Sunday dawned three days before yesterday, what day will dawn two days after tomorrow?
182. কোন অক্ষরটি October এ দুইবার November এ একবার আছে কিন্তু বছরের অন্য মাস গুলোতে নেই?
183. A মনে করতে চাইল তার কাকা তাদের দেখতে এসেছিল কোন মাসের ১৩ তারিখের পর, কিন্তু ১৮ তারিখের আগে, আবার B মনে করলো কাকা তাদের দেখতে এসেছিল ১৬ তারিখের পর কিন্তু ২০ তারিখের আগে। কত তারিখে কাকা A ও D এর সাথে দেখা করতে এসেছিল?
184. The day that will come after three days after TOMORROW will be SATURDAY. What was the day two days before YESTERDAY?
185. কাজল দক্ষিণ দিকে হাঁটা শুরু করে ৫ মিটার হেঁটে তাঁর ডান দিকে ঘুরে গেলো এবং আরো ১৫ মিটার হাঁটলো। তাঁর পর বাম দিকে ঘুরে সে থেমে গেলো। যাত্রাস্থান থেকে কাজলের বর্তমান অবস্থান কোন দিকে?
186. মানুষই একমাত্র প্রাণী যে ------- ব্যবহার করে?
187. নীচের ৪টা শব্দের মধ্যে কেবল মাত্র একটি শব্দ অন্য ৩টা হতে পৃথক। পৃথক শব্দটা চিহ্নিত করুন।
188. Which is dissimilar?
189. সোনিয়া ১২ মিটার দক্ষিনে হেঁটেছিল, তারপর সে ১৪ মিটার হেঁটেছিল পূর্বদিকে। তারপর সে ১০ মিটার উত্তর দিকে হেঁটেছিল। তারপর ডানদিকে ঘুরল এবং ৬ মিটার হাঁটল। শুরু থেকে তার গন্তব্য স্থলের দূরত্ব কত?
190. কোনটি আলাদা?
191. রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ কোনটি?
192. যৌতুক নিরোধ আইন প্রতিষ্ঠা করা হয়-
193. Moralitas হলো
194. Morality শব্দটির উৎপত্তি হয়েছে কোন ল্যাতিন শব্দ হতে?
195. সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হল-
196. কোনটির অভাবে গণতন্ত্র প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌছাতে পারেনা?
197. যে দেশে মানবাধিকার লঙ্ঘন নিত্যদিনের ব্যাপার , সে দেশে নেই-
198. জাতীয় ঐক্যমত্য স্থাপনে মুখ্য ভূমিকা পালন করে কে?
199. প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায়-
200. জাতীয় সত্তার দর্পন হিসেবে বিবেচিত নিচের কোন ধরনের মূল্যবোধ ?


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.


Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd