Question | Answer | Link |
---|---|---|
১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য? | ২২ | Link to Question |
৩জন পুরুষ ও ৩ জন মহিলার মধ্যে থেকে তিন সদস্যের একটি কমিটি কতভাবে গঠন করা যায় যেখানে একজন গুরুত্বপূর্ণ পুরুষ অবশ্যই সবসময় থাকবেন? | ১০ | Link to Question |
একটি ছক্কার গুটি ছুড়ে মারলে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? | ১/২ | Link to Question |
যদি 7a=3 এবং 3b=7 হয়, তাহলে a/b = ? | 9/49 | Link to Question |
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? | ৩৬ এবং ৯ বছর | Link to Question |
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? | ২৪ মিঃ এবং ১২ মিঃ | Link to Question |
দুইটি সংখ্যার অনুপাত ৫ ∶ ৮, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী? | ১০ ও ১৬ | Link to Question |
০.০০০৫ / ০.০০৮ = ? | ০.০৬২৫ | Link to Question |
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত ? | ৫৬ | Link to Question |
১০০ গজ লম্বা একটি সড়কের উভয় পাশে ১৫ ফুট অন্তর গাছ লাগাতে হলে কতটি চারার প্রয়োজন ? | ৪২ | Link to Question |
একটি সংখ্যা ৭৪২ থেকে যতো বড় ৮৩০ থেকে তত ছোট । সংখ্যাটি কত ? | ৭৮৬ | Link to Question |
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে? | ৫৪০º | Link to Question |
একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়ই খেলে? | ৭ | Link to Question |
৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? | ২১ | Link to Question |
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? | ১৬ ∶ ১৫ | Link to Question |
কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি থেকে ৭ বেশী হয় ? | 4 | Link to Question |
১২ থেকে ৯৬ পর্যন্ত সংখ্যার মধ্যে কতটি সংখ্যা ৪ দারা বিভাজ্য ??? | ২২ | Link to Question |
কোন সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? | ৭৩৫ | Link to Question |
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে? | ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫ | Link to Question |
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংগে | ৯/১১ | Link to Question |
Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.
Copyright 2013-2021 by BCSPrep.com
Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd