BCS Preliminary Previous Questions

Below is questions from previous BCS Preliminary Examincation. You might find incomplete or questions in wrong year. If you find so please leave a comment below or let us know at hello[at]bcsprep[dot]com. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control.

29th BCS

1. আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে ?
2. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
3. \'তৎসম\' শব্দের ব্যাবহার কোন্ রীতিতে বেশি হয়?
4. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
5. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
6. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
7. ‘চাচা’ কাহিনীর লেখক কে?
8. মুসলমান নারী জাগরণের কবি ̶—
9. .‘শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?
10. .বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?
11. কবি আলাওলের জন্মস্থান কোথায়?
12. 'অনল-প্রবাহ' রচনা করেন-
13. 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
14. বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
15. .\'জনৈক\' শব্দটির সন্ধি-বিচ্ছেদ-
16. ব্যাকের তিন টি গুণ কী কী?
17. .\' একাত্তরের চিঠি\' কোন জাতীয় রচনা?
18. বাংলা একাডেমী কোন্ বছর প্রতিষ্ঠিত হয়?
19. সনেট কবিতার প্রবর্তক কে?
20. সমাস ভাষাকে কী করে?
21. I have not heard from him__
22. Honey is__sweet.
23. Your conduct admits __ no excuse.
24. He had a __ headache.
25. I shall not __ the examination this year
26. They travelled to Savar__
27. He said that he __ be unable come.
28. Naither Rini nor Simi __ qualified for the job.
29. He said that he __ the previous day.
30. He watched the boat __ down the river.
31. \'Good\' is to \'bad\' as \'white\' is to__
32. \'Botany\' is to \'plants\' as \'Zoology is to__.
33. When one is \'pragmatic\' he is being__
34. \"Into the __ of death rode the six hundred.\"
35. \"To be or not to be, that is the__\".
36. \"I have a __ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal\"
37. Who wrote the two famous novels , \'David Copperfiled\' and \'The Tale Of Tow Cities\'?
38. Who wrote the plays , \'The Tempest\' and \'The Mid Summer Night\'s Dream?
39. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
40. বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
41. বঙ্গভঙ্গের সময় ভারত এর গভর্নর জেনারেল কে ছিলেন?
42. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
43. .আইএলও- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
44. এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
45. ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর কোথায়?
46. .বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
47. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
48. সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
49. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
50. পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
51. East London কোথায় অবস্থিত?
52. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
53. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
54. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
55. ভারত এর বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
56. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
57. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
58. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
59. .কম্পিউটার এর স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
60. সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে?
61. ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়?
62. যেসব নেউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় , তাদের কী বলা হয়?
63. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
64. .লাল আলোতে নীল রং এর বস্তু কেমন দেখায়?
65. বৈদ্যুতিক বাল্ভের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?
66. জারণ বিক্রিয়ায় কী ঘটে?
67. .নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড
68. .কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
69. পরমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যাবহার করা হয়?
70. .কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
71. সুষম খাদ্যের উপাদান কয়টি?
72. গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
73. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
74. সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?
75. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
76. কোনটি বায়ুর উপাদান নহে?
77. .কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যাবহার করা হয়?
78. ১০ থেকে ৬০ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
79. ৪০ সংখ্যাটি হতে ১১ কম । গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
80. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
81. ১.১, .০১ ও .০০১১ -এর সমষ্টি কত?
82. ১.১৬ - এর সাধারন ভগ্নাংশ কোনটি?
83. ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮ টি ৫ টাকার নোটের কত অংশ?
84. পরপর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যোগফল হবে-
85. Which of the following integers has the most divisors?
86. Succssive discountn of 20% and 15% are equal to a single discount of-
87. City B is 5 miles east of city A City C is 10 miles southest of city B.Which of the following is the closed to the distance from city A to city C?
88. .\'আব্দুল্লাহ\' উপন্যাসের রচয়িতা কে?
89. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এর নাম-
90. দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
91. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
92. .গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
93. .\'ডেভিস কাপ\' কোন খেলায় দেয়া হয়?
94. পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
95. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-
96. পারমাণবিক চুল্লিতে কোন্ মৌল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
97. .বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন্ ধাতুর তার ব্যাবহার করা হয়?


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.

Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd