BCS Preliminary Previous Questions

Below is questions from previous BCS Preliminary Examincation. You might find incomplete or questions in wrong year. If you find so please leave a comment below or let us know at hello[at]bcsprep[dot]com. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control.

12th BCS

1. প্রবল জোয়ারের কারণ ,যখন -
2. আকাশে বিদ্যুৎ চমকায় -
3. হাজার হ্রদের দেশ কোনটি ?
4. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
5. 'অনল-প্রবাহ' রচনা করেন-
6. ক্রিয়াপদের মূল অংশকে বলে---
7. বটতলার পুঁথি বলতে বোঝায়_
8. বাস্তিল দুর্গের পতন হয় কত সালে?
9. "গম্ভীরা" বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
10. বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
11. Who is the greatest modern English Dramatist?
12. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
13. Who is the author of 'A Farewell to Arms'?
14. Who is the most famous satirist in English literature?
15. What is the synonym of 'Delude'?
16. what is the noun of the Word 'Waste'?
17. What is the antonym of 'Queer'?
18. What is the adjective of the word 'Heart'?
19. What is the verb of the word 'Shortly'?
20. Choose the correct sentence:
21. Choose the correct sentence:
22. Who, which, what are:
23. Choose the correct one:
24. Fill in the blanks :What is the time ---------- your watch?
25. Fill in the blinks: “Give my ___to him”.
26. “Caesar and Cleopatra” is-
27. রূপসী বাংলার কবি-
28. এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;-
29. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
30. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
31. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?
32. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
33. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
34. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
35. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ ছিলেন প্রধানত-
36. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
37. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন -
38. কোন বানানটি শুদ্ধ?
39. “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-
40. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
41. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
42. নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
43. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -
44. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে 'বাঙ্গালা' নামে ?
45. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে -
46. "এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি" - এর রচিয়তা -
47. মহাস্হানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল -
48. শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
49. বাংলাদেশের বৃহত্তম হাওড়-
50. কেওক্রাডং- এর উচ্চতা প্রায় -
51. একটি কাঁচা পাটের গাইটের ওজন
52. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
53. মিসর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-
54. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-
55. জাপান পার্ল হারবার অক্রমন করে-
56. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
57. বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-
58. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-
59. ৮,১১,১৭,২৯,৫৩,-পরবর্তী সংখ্যাটি কত?
60. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
61. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
62. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
63. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫‌‌‌'হলে এর বাহুর সংখ্যা কত?
64. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
65. P-এর মান কত হলে 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?
66. নিচের কোন সংখ্যাটি ‌√2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
67. x^2-8x-8y+16+y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
68. 2x^2-x-3 এর উৎপাদক কী কী ?
69. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় -
70. a^4+4 এর উৎপাদক কী কী ?
71. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
72. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
73. ফিউশন প্রক্রিয়ায়-
74. নিচের কোন উক্তিটি সঠিক ?
75. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন -
76. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর -
77. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
78. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
79. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
80. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল -
81. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো -
82. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -
83. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার -
84. It is too difficult to tolerate bad temper for long. which of the following phrases does best replace 'tolerate' in the above sentence?
85. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম -
86. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
87. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব
88. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -
89. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-
90. জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
91. 'ট্রাফল্‌গার স্কোয়ার' কোন শহরে অবস্থিত-
92. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
93. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
94. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-
95. '৫০০ দিনের প্লান' বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.

Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd